সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দিল্লিতে কয়েক সেকেন্ডে ধসে পড়লো ৪ তলা বিল্ডিং

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১২:২১

ভারতের নয়াদিল্লিতে আচমকাই ভেঙে পড়ে একটি বহুতল ভবন। বুধবার (৮ মার্চ) রাজধানীর ভজনপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ভবন ধসের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ভবনটি ধসে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার তৎপরতা চলছে। ভবনটির ধসে কোনো হতাহতের খবর জানা যায়নি। 

এর আগে গত ১ মার্চ উত্তর দিল্লির রোশনারা রোডে একটি চারতলা বিল্ডিংয়ে আগুন লাগে। পরে ভবনটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইত্তেফাক/ডিএস