সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭:৫২

বিদেশি পিস্তল ও হেরোইনসহ রাজশাহী মহানগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সারোয়ার জামান সুইটকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৮ মার্চ) দিবাগত রাতে নগরীর বালিয়াপুকুর উপরভদ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুইট নগরীর উপরভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে। সুইটের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাচালানসহ বিভিন্ন আইনে ১৩টি মামলা রয়েছে।

র‌্যাব-৫ সদর দপ্তরের অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, সুইট রাজশাহীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাস জগতের এমন কোনো কাজ নেই যা সে করেনি। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধারে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাচালান সহ বিভিন্ন ধরণের ১৩টি মামলা রয়েছে। এলাকার লোকজন তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ও ভীত থাকেন।

তিনি আরও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কারাগারে ছিল সুইট। সম্প্রতি জামিনে বেরিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। খবর পেয়ে বুধবার রাতে সুইটের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহীর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় সুইটের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি টিপ চাকু ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট স্বীকার করেছে, তার ভয়ে এলাকার মানুষ তটস্থ থাকে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের উদ্দেশ্যে সে অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখত।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, বুধবার রাতেই অস্ত্রসহ গ্রেপ্তার সুইটকে থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

ইত্তেফাক/পিও