সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পদত্যাগের দিনেই চবিতে নতুন প্রক্টর 

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৭:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগের দিনেই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপ্রাপ্ত নতুন প্রক্টর হলেন মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।

রোববার (১২ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি জানানো হয়।

এছাড়া এদিন আরও দুজন সহকারী প্রক্টরও নিয়োগ দেওয়া হয়। তারা হলেন ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক মো. রোকন উদ্দিন ও মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের প্রভাষক সৌর শাহা জয়।

ইত্তেফাক/পিও