শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তরুণীর আপত্তিকর ভিডিও ভাইরালের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৮:২৮

বরগুনার তালতলীতে অষ্টম শ্রেণির ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আসাদুল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১২ মার্চ) পটুয়াখালীর মইপুর এলাকা থেকে অভিযুক্ত আসাদুলকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসাদুল হাওলাদার উপজেলার লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে।

জানা যায়, উপজেলার লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে আসাদুল হাওলাদার (২৫) একই এলাকার ৮ম শ্রেণি পড়ুয়া একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের একপর্যায়ে তারা মোবাইলে ভিডিও কলে কথা বলতো। ভিডিও কলে কথা বলার সময় আসাদুল গোপনে ভুক্তভোগী মেয়ের আপত্তিকর ভিডিও ধারণ করে।

গত ৮ মার্চ ওই মেয়ের মাকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে আসাদুল। ওই টাকা না দেওয়ায় সেই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী মেয়েটির মা ব্যাটারির এসিড পানি খেয়ে আত্মহত্যা করে। 

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, অভিযুক্ত আসাদুলকে তথ্য প্রযুক্তি সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মহিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও