মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যেভাবে লেখা হলো ইংল্যান্ড বধ কাব্য

আপডেট : ১২ মার্চ ২০২৩, ২০:২৬

সম্প্রতি বাংলাদেশ দল ওয়ানডেতে যতটা শক্তিশালী, টি-টোয়েন্টিতে ঠিক যেন তার উল্টো চিত্র। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে টাইগাররা যেন এখনও নিজেদের মানিয়ে নিতে পারেনি। মারকাটারি এই ফরম্যাটে টাইগাররা যেন এখনও মাঠে নামে আন্ডারডগ হয়ে। তবে এবার যেন হঠাৎ করেই বদলে গেছে টাইগার বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। রোববার (১২ মার্চ) ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থেকে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। ইংল্যান্ডই একমাত্র টেস্ট খেলুড়ে দল যাদের বিরুদ্ধে কোনো ফরম্যাটেই সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। যেই ফরম্যাটে সবচেয়ে নড়বড়ে সেই ফরম্যাটেই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা। 

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে যেন এক বদলে যাওয়া বাংলাদেশকে দেখেছিল ভক্ত-সমর্থকরা। আত্মপ্রত্যয়ী টাইগাররা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় থ্রি লায়ন্সদের মুখোমুখি হয়।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলার কাপ্তান সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে ধুকতে থাকে ইংল্যান্ড। স্পিনার মেহেদী মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ৪ ইংরেজ ব্যাটারকে সাজঘরে ফেরান মিরাজ।

মেহেদী হাসান মিরাজ

১১৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন ও রনিকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি ওয়ান ডাউনে নামা নাজমুল হাসান শান্ত। ম্যাচের গতি বুঝে ব্যাট চালিয়ে বাংলাদেশকে জয়ের পথেই রাখেন শান্ত। 

নাজমুল হাসান শান্ত

তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ আর শেষ দিকে তাসকিনের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ব্যাটার। ৪৭ বলে ঠাণ্ডা মাথার ৪৬ রান করে অপরাজিত থাকেন শান্ত। 

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামে বাংলাদেশ। এর আগে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা বলতে সর্বসাকুল্যে একটি ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমেই সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা।  

 

ইত্তেফাক/জেডএইচ