বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পিকআপ ভ্যান উপহার পেল মাদারীপুর জেলা পুলিশ

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০০:৫৯

আইনশৃঙ্খলা ভালো থাকার ফলস্বরুপ জেলা পুলিশ উপহার হিসাবে পেলো একটি পিকআপ ভ্যান। রবিবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম এর হাতে গাড়ির চাবি তুলে দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।   

এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে মাদারীপুরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মো. মাসুদ আলম এর নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা খুবই কার্যকর ভূমিকা রাখছে। পুলিশের ভালো কাজের ফল স্বরুপ এই পিকআপ ভ্যানটি উপহার দেওয়া হয়েছে । 

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডমিন ও ফিনান্স) মো. মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) আলাউল হাসান, সহকারী পুলিশ সুপার (অপস্) মো. মনিরুল ইসলাম, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, টাটা গ্রুপের কর্মকর্তা আবু জাফর উল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মো. মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম তিনি সম্প্রতি মাদারীপুরের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। যোগদান করে তিনি জেলার ৫ থানাকে ঘুষ ও দুর্নীতি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সাথে জরুরী মিটিং করেন। মিটিংয়ে সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলেন অতীতে যেভাবে থানাগুলো চলেছে এখন একটু ব্যতিক্রম ভাবে চলবে। থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্সসহ কোনো বিষয়ে টাকা পয়সা নেওয়া যাবে না। মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য কাজ করতে হবে। এখন থেকে  পুলিশ সুপারের রুমের দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আমার কাছে গরীব, দুঃখী, অসহায় মানুষগুলো যেমন সেবা পাবে ঠিক বড়লোক মানুষগুলো একিই সেবা পাবে। আমার কাছে সবাই সমান। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

 

ইত্তেফাক/ইআ