দিনাজপুরে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১২ মার্চ) এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়। হামলার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোমিনুর জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত রোববার রাতে নবাবগঞ্জ উপজেলার কুশদহ এলাকার ‘স্বপ্নপুরী’ পার্কে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের একদল শিক্ষার্থী। এ সময় পার্কে কর্মরত স্টাফরা এক ছাত্রীর সঙ্গে খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করলে বাকি শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে। এ সময় স্টাফরা লাঠিসোঁটা ও রড নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।
ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে পার্কের স্টাফদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা রড ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের আঘাত করে। এতে ১২ শিক্ষার্থী আহত হয়েছে। তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
তদন্ত কর্মকর্তা মোমিনুর জামান বলেন, অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।