শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুর্ঘটনায় আহতকে হাসপাতালে না নিয়ে রাস্তায় ফেলে গেলো বন্ধুরা

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৪:০৭

ভারতের রাজধানী দিল্লিতে অটোরিকশা দুর্ঘটনায় এক ছেলে নিহত হয়েছে। নিহতের তিন বন্ধু আহত ছেলেটির দেহ বিবেক বিহার এলাকায় রেখে পালিয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লি পুলিশ জানায়, বন্ধুরা অটোরিকশায় যাওয়ার সময় অটোরিকশা উল্টে ছেলেটি গুরুতর আহত হয়। আহত ছেলেটিকে হাসপাতালে না নিয়ে একই অটোরিকশায় তার তিন বন্ধু বিবেক বিহার এলাকায় ফেলে দেয়।

পুলিশ আরও জানায়, আহত ছেলেটি পরে মারা যায়। অটোরিকশাটি তিন বন্ধুর মধ্যে একজনের ছিল। বর্তমানে তিন বন্ধুকে পুলিশ আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

ইত্তেফাক/ডিএস