নওগাঁর ধামইরহাটে সানোয়ার হোসেন (৫৩) নামে একাধিক ডাকাতি মামলার এক আসামিকে তিনটি শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন উপজেলার দিলালপুর এলাকার ওছমান আলীর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্য মতে লুকিয়ে রাখা তিনটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, সানোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতি করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ মামলার তথ্য পাওয়া গেছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ধামইরহাট থানার ওসি মোজ্জামেল হক কাজী বলেন, অস্ত্র আইনে সানোয়ারের বিরুদ্ধে র্যাবের একটি অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।