মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বৃহস্পতিবার অর্ধশত মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৪১

দেশের তিন উপজেলায় একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও পঞ্চগরের তেতুলিয়া উপজেলায় নির্মিত এসব মসজিদ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর মডেল মসজিদ উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভাগ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নির্দিষ্ট সংখ্যক নেতৃবৃন্দকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এসকে