শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কাপ্তাই লেকে এবার পানি অস্বাভাবিক কম, নৌ-চলাচল বিঘ্নিত 

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৪:৩২

কাপ্তাই লেকের পানি বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে। পানির অভাবে কাপ্তাই উপজেলাসহ ছয়টি উপজেলার সঙ্গে নৌ-চলাচলও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কাপ্তাই লেকে পামি কম থাকার কথা স্বীকার করেছেন কর্ণফুলী পানি বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের। তিনি বলেন, আমাদের হিসাব অনুযায়ী এখন (১৪ মার্চ) কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯০ দশমিক ৪৫ ফুট মিন সি লেভেল। কিন্তু এই মুহূর্তে লেকে পানি রয়েছে ৭৪ দশমিক ০২ ফুট মিন সি লেভেল। লেকের পানি বিপজ্জনক পর্যায়ে কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। 

টানা খরার কারণে কাপ্তাই লেকের বিশাল অংশ বর্তমানে শুকিয়ে আছে। কাপ্তাই রাঙ্গামাটি আসামবস্তি সড়কের সেতুর নিচে বর্তমানে মোটেও পানি নেই। লেকের অন্যান্য অংশও শুকিয়ে কাঠ হয়ে গেছে। নদীপথে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে আছে। পানি না থাকায় অনেক বড় নৌকা বর্তমানে শুকনো জায়গায় পড়ে থাকতে দেখা গেছে। 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে বলেন, কাপ্তাই লেকে পানি কমে যাওয়ায় নৌপথে চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, কাপ্তাই লেকের অনেক স্থানে এখন স্পিডবোট চালানো যাচ্ছে না। যার ফলে প্রয়োজনীয় দাপ্তরিক কাজও থমকে আছে। বরকল থানার ওসি নাসির উদ্দীন বলেন, সমগ্র বরকল উপজেলা পানি পরিবেষ্টিত হওয়ায় স্পিডবোট বা ইঞ্জিনচালিত নৌকা ছাড়া চলাচল সম্ভব নয়। কিন্তু কাপ্তাই লেকের অনেক স্থানে পানি না থাকায় স্বাভাবিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না। কাপ্তাই বোট মালিক সমিতির সভাপতি ইদ্রিস মিয়া বলেন, বিলাইছড়ি, জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল, নানিয়ারচর, লংগদু উপজেলাসহ রাঙ্গামাটির আরো অনেক এলাকায় যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম হলো নৌপথ। কিন্তু কাপ্তাই লেকে পানি না থাকায় আমরা বোট চালাতে পারছি না। আর অনেক দূর ঘুরে গন্তব্যে যাতায়াতের চেষ্টা করা হলেও সময় বেশি লাগছে এবং অতিরিক্ত টাকাও খরচ হচ্ছে। এছাড়া অল্প পানিতে বোট চালাতে গিয়ে প্রায় সময় ইঞ্জিন নৌকার ফ্যান ভেঙে যাচ্ছে। 

এ ব্যাপারে কর্ণফুলী পানি বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই লেকের পানি বৃদ্ধি মূলত প্রকৃতির ওপর নির্ভরশীল। অর্থাৎ বৃষ্টি হলেই কাপ্তাই লেকে পানি বাড়বে। গত নভেম্বর মাস থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না। যে কারণে কাপ্তাই লেকের পানিও বৃদ্ধি পাচ্ছে না। পর্যাপ্ত বৃষ্টি না হলে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি কোনোভাবেই সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।

 

ইত্তেফাক/ইআ