মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কামারখন্দে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০১:১২

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিগত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন তুলে ধরতে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার বাজার ভদ্রঘাট থেকে উন্নয়ন কর্মকান্ডের খন্ডচিত্রে সসুজ্জিত ২৭টি পিকআপ ভ্যানের বহরযোগে উন্নয়ন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি এ্যাডভোকেট বিমল কুমান দাস। 

শোভাযাত্রাটি পুরো উপজেলা প্রদক্ষিণ করে এবং উপজেলার চারটি ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখের সঞ্চালনায় পথসভাগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।


 

 

ইত্তেফাক/ইআ