বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক লিটন!

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১২:০৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার পড়েছেন ইনজুরিতে। আসন্ন আইপিএলে শ্রেয়াস আইয়ার খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করবেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস। কলকাতা তাদের সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিতময় কমেন্ট করেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

মঙ্গলবার (১৪ মার্চ) ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে ৫৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। লিটন এমন দুর্দান্ত ইনিংস খেলায় তাকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে কেকেআর। মুহূর্তেই পোস্টে কমেন্ট করতে থাকেন ভক্তরা। আকাশ দে নামে একজন বেগুনি রংয়ের লাভ ইমুজি ব্যবহার করে পেশিশক্তি ও আগুনের ইমুজিও ব্যবহার করেন লিখেন, 'লিটন দা'।

সেই ভক্তের কমেন্টের রিপ্লাইয়ে কেকেআর লিখে, ‘আমাদের অধিনায়ক’। কেকেআরের এমন রিপ্লাই প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হবেন লিটন দাস। 

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন