সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার উপজেলার বেশ কয়েকটি এলাকায় বুধবার (১৫ মার্চ) ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, এক হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যু মেরামতী কাজ চলছে। নগরীতে প্রতিদিন কোনো কোনো ফিডারে সাত থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।
এছাড়া নগরীরে বিভিন্ন এলাকায় সাত থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ দিয়ে চলেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, বুধবার সিলেট মহানগরীর বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, উত্তর বালুচর, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, আল-ইসলাহ, ফোকাস ও আশপাশের এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের ইত্তেফাককে বলেন, বর্তমানে কোনো লোড শেডিং নেই। তবে রমজানের আগে পূর্ণ সক্ষমতার জন্য বিদ্যুতের মেরাম কাজ চলছে বিভাগ জুড়ে।
রমজানে বিদ্যুৎ সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতায় মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ মার্চ সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, ১১ কেভি ক্বীন ব্রিজ ফিডারের আওতাধীন এলাকায়।