সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মরক্কো দলে ডাক পেলেন হাকিমি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫:১২

ফ্রান্সে যৌন নিপীড়নের অভিযুক্ত হওয়ার পরও চলতি মাসে ব্রাজিল ও পেরুর বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য মরক্কো দলে ডাক পেয়েছেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি। গত বছর কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে খেলার পেছনে হাকিমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

ফ্রান্সে ২৪ বছর বয়সী এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ আনা হয়েছে হাকিমির বিরুদ্ধে। যদিও হাকিমি এই অভিযোগ অস্বীকার করেছেন। মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তার সঙ্গে আছি এবং এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন ধরনের সন্দেহ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা অন্যায়। পুরো মরক্কো হাকিমির পক্ষে আছে। মরক্কোর সবাই তাকে সমর্থন করছে, এই অনুভূতিটা গুরুত্বপূর্ণ।’

আগামী ১৫ মার্চ উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর টানগিয়ার্সে ব্রাজিলকে আতিথ্য দেওয়ার তিনদিন পর মাদ্রিদে পেরুর মোকাবিলা করবে মরক্কো। অভিযোগের পর হাকিমির সঙ্গে আলোচনা প্রসঙ্গে রেগ্রাগুই বলেন, ‘সে মাঠ ও মাঠের বাইরে মানসিকভাবে শক্তিশালী অবস্থায় আছে। এতে তার পারফরমেন্সে কোন প্রভাব পড়বে না বলেই আশা করি।’ 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন