শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পাঁচ বীর কন্যাকে সম্মাননা দিলো ‘চেষ্টা’

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:০৪

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার পাঁচ বীর কন্যাকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি নারী সংগঠন ‘চেষ্টা’। সোমবার (১৩ মার্চ) রাতে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা অর্থ এবং উত্তরীয় তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, কষ্টের অর্জনে বাংলাদেশ অর্জনের ভাগিদার এই বীর কন্যারা। তাদের এই ত্যগের কারণেই আজকের এই বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, ‘চেষ্টা’ দীর্ঘ এক যুগ থেকে বীর কন্যাদের জন্য নিরবে কাজ করে যাচ্ছে। চেষ্টা’র কার্যক্রমের সাথে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে, এই সংগঠনটি, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য অনেক বেশি সাহায্য ও সহযোগিতা করতে পারবে।

সংগঠনটির উপদেষ্টা লেঃ জেনারেল হারুন অর রশিদ বীর প্রতিক বলেন, ২০১১ সালে ‘চেষ্টার’ যাত্রা শুরু। দেখতে দেখতে আজ এক যুগে পদার্পন করেছ আমরা। সকলের প্রচেষ্টায় আরও এগিয়া যাবে চেষ্টা। 

এসময় মুক্তি যুদ্ধের স্মৃতি চারণ করেন চেষ্টা’র উপদেষ্টা ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। তিনি বীর কন্যাদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টার সভাপতি লায়লা লায়লা নাজনীন হারুণ ও সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দেশের অসংখ্যা কন্যা-জায়া জননী চরমভাবে লাঞ্ছিত, নির্যাতিত ও অপমানিত হয়েছিল। এইসব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নুন্যতম চাহিদাটুকু পুরন করার লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় সামাজিক নারী সংগঠন চেষ্টা। “মানবতার পক্ষে আমরা” এই শ্লোগান কে সামনে রেখে "চেষ্টার" এই প্রচেষ্টা। বিগত এক যুগ থেকে নিরবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। 

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন