বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

এমপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:৫০

নরসিংদীর শিবপুরে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, হঠাৎ রাত পৌনে ১টার দিকে সংসদ সদস্যের অফিসে আগুন জ্বলতে দেখে তারা। পরে তারা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, অফিসটি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগুনে অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির বলেন, সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের ব্যক্তিগত কার্যালয় এটি। এখানে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় রয়েছে। কার্যালয়ে আগুন ও উপজেলা চেয়ারম্যানকে গুলি একই সূত্রে গাঁথা।

শিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণ করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। কি কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সংসদ সদস্যের কার্যালয় পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।

সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, কার্যালয়টি উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়। কে বা কারা পুড়িয়ে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখবে।

ইত্তেফাক/এবি/পিও