বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শুরু হচ্ছে ‘এনডিএফ নারী বিতর্ক উৎসব’

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:২৪

বাংলাদেশ বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন’ (এনডিএফ বিডি) এর আয়োজনে আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হবে ‘৭ম এনডিএফ বিডি নারী বিতর্ক উৎসব -২০২৩’।

আয়োজনের সহযোগিতায় থাকছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আয়োজনে সারা বাংলাদেশ থেকে স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়-থেকে প্রায় ৫০টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

গ্রান্ড র‍্যালির মাধ্যমে এই অনুষ্ঠান কার্যক্রম শুরু হবে। এনডিএফ বিডি’র পক্ষ থেকে ‘বিশেষ সম্মাননা’ পুরস্কার প্রদান করা হবে নারীর  মুক্তচিন্তা প্রকাশের অগ্রপথিক ও এটিএন নিউজ-এর প্রধান নির্বাহী সম্পাদক মন্নিু সাহা -কে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইত্তেফাক এর সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমান গ্রাফিক্স এন্ড ডিজাইন এর চেয়ারম্যান সাইফুল হক ভুঁইয়া, সভাপতিত্ব করবেন ‘গভার্নর্মেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স’-এর অধ্যক্ষ, প্রফেসর সোনিয়া বেগম।

উদ্বোধনের পরপরই শুরু হবে নারীর ক্ষমতায়নের উপর সংসদীয় বিতর্ক। বিতর্কের বিষয়ঃ এই সংসদ নারীর ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে নারীর ক্ষমতায়নকে তরান্বিত করবে।সরকার দলের বিতার্কিকরা হলেন: নাফিসা তাসনিম বিনতে খলিল, সৈয়দা উম্মুল ওয়ারা, সানজিদা আফরোজ রিয়া। বিরোধী দলের বিতার্কিকরা হলেনঃ রহমান ফারজানা মনু,  লুভনা আক্তার, আরমানি তরফদার। মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সময়ের আলোর নির্বাহী সম্পাদক ও আন্ত-বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়ন দলের দল নেতা ও শ্রেষ্ঠ বক্তা হারুন উর রশীদ স্বপন।

সংসদীয় বিতর্কের পরপরই শুরু হয় বিতর্কের কর্মশালা। কর্মশালা গুলো পরিচালনা করবেন এনডিএফ বিডি’র মহাপরিচালক ও রেক্টর এম আলমগির ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো. শাইয়ান সাদিক।

সংসদীয় বিতর্কের পরে শুরু হবে বারোয়ারী ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। এখানে অংশগ্রহণ করবে উক্ত অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা। দিনের শেষভাগে আকর্ষণীয় পেশাজীবী বিতর্ক অনুষ্ঠিত হবে। পেশাজীবী বিতর্কের চরিত্রে ইউটিউবার লাবন্য মল্লিক, ঘটক/ম্যাচমেকার চরিত্রে মাইশা মিল্লাত, ফ্যাশন ডিজাইনার হাবিবা নাওয়ার আখি, কৃষিবিদ সাদিয়া আফিরন মোহনা, উকিল তাসনিমই জান্নাত, ডাক্তার হাসনাত হাইদার, উদ্যোক্তা মিফতাহুল জান্নাত রিফাত।

সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশেষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইডেন মহিলা কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন মডা ইটালিয়ান লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও এনডিএফ বিডি-র সম্মানিত উপদেষ্টা ই জেড এম মাসুদরু রহমান শিমল। সমাপনি অনুষ্ঠানে ‘বিশেষ সম্মাননা’ প্রদান করা হবে বাংলা ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য জাপানি শিল্পী মে ওয়াতানাবেলকে, সমাপনি আয়োজনে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব।

এই অনুষ্ঠানের আহবায়ক তাহমিনা ইসলাম তিথি, সহ-আহবায়ক হলেন লুভনা রাহমান, সহ-আহবায়ক বিলকিস বারী, কো-অর্ডিনেটর ইউনছু ফারাবী, কো-অর্ডিনেটর শাকিল রহমান, সংগঠক হিসেবে ছিলেন, মাহববুরু রহমান, সুমাইয়া ইসলাম সুমনা, আনিসা ইসলাম, আফিয়া, ফাহাদ, আখি,ঁ লাবন্য মল্লিক,ফারুক সহ অন্যরা।

ইত্তেফাক/এএইচপি