বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পুলিশকে নজরদারিতে মাদক কারবারির বাড়িতে সিসি ক্যামেরা 

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:৪৪

সিরাজগঞ্জ বেলকুচিতে পুলিশের ওপর নজরদারি করতে মাদক কারবারির বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগ উঠেছে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চরচালা এলাকায় আলী আশরাফ মাদক ব্যবসা করে আসছে। এ অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ একাধিকবার গ্রেপ্তারও হয় আশরাফ ও তার স্ত্রী-সন্তান। সম্প্রতি আলী আশরাফ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা করার জন্য বাড়ির প্রধান ফটকসহ আশেপাশে সিসি ক্যামেরা স্থাপন করেছে।

আলী আশরাফ বলেন, আগে মাদক কারবার করলেও এখন আর করেন না। এ অপরাধে তার পরিবারের ৩ সদস্য বর্তমানে কারাগারে রয়েছে। কেউ যেন হয়রানি না করতে পারে সেজন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন বলেন, মাদক কারবারি আশরাফ আলীর বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে বিষয়টি শুনেছি। মূলত পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য এসব করেছে। তবে যেহেতু তার বাড়িতে স্থাপন করেছে সেখানে পুলিশের কিছু করার নেই।

ইত্তেফাক/এবি/পিও