মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পিছু হটলো পুলিশ, সমর্থকদের সঙ্গে দেখা করলেন ইমরান

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১:০৩

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে, গত দুই দিন ইমরান খানের বাসভবনের সামনে অবস্থানরত পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয়। এরপর পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা ইমরান খান তার বাড়ির বাইরে সমর্থকদের অভ্যর্থনা জানিয়েছেন। খবর বিবিসির।

তিনি জনতার সম্মুখে যান  এবং লাহোর শহরে তার কম্পাউন্ডের কাছে জড়ো হওয়া লোকদের সঙ্গে ছবি তোলেন।

পিটিআই এর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে  তাকে গ্যাস মাস্ক পরা অবস্থায় দেখা যায়। রাতভর সংঘর্ষ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিবিসিকে একজন কর্মকর্তাকে জানায়, ইমরান খানকে গ্রেপ্তার অভিযান স্থগিত করা হয়েছে।

পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর বলেন, কাছাকাছি একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কারণে ইমরান খানকে আটক করার জন্য আদালতের নির্দেশিত অভিযান বুধবার স্থগিত করা হয়েছে। 

তিনি আরও বলেন, ১৯ মার্চ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনালের পর আবার অভিযান চালানো হবে। 

২০০৯ সালে বন্দুকধারীরা শ্রীলঙ্কা দলের উপর হামলার পর ছয় বছর ধরে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। আন্তর্জাতিক খেলোয়াড়দের ফিরে আসতেও কয়েক বছর লেগেছিল। চলমান টুর্নামেন্টে ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, "আমরা পিএসএলকে  নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না ।"

অফিসার এবং আধাসামরিক রেঞ্জারদের গাড়ি ইমরান খানের জামান পার্কের বাড়িটি ছেড়ে যেতে দেখা যায়।  

এরপর ইমরান খান বাইরে হাজির হন এবং তার সমর্থকদের সঙ্গে কথা বলেন। তার পিটিআই দলের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, "ইমরান খানের ক্ষতি করার জন্য যে পুলিশ ও রেঞ্জারদের পাঠানো হয়েছে, তাদের জনগণ পিছিয়ে দিয়েছে।"

গত এপ্রিলে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযো আনা হয়। যদিও তিনি বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

 

ইত্তেফাক/এফএস/এসআর