বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন আইয়ার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৩:৫১

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার।

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে হঠাৎ পিঠের ব্যাথার কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি আইয়ার। ঐ টেস্টটি ড্র করে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত।

এক বিবৃবিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আইয়ারের পিঠের চিকিৎসার জন্য বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে।

পিঠের ইনজুরির কারণে চতুর্থ টেস্ট শেষ হওয়ার আগেই বেঙ্গালুরুতে উড়ে গেছেন আইয়ার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। এনসিএতে থাকাকালীন পিঠের নিচের অংশ ফুলে যাওয়ায় ইনজেকশন দেওয়া হয়েছে তাকে। এই ইনজুরির কারনে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম অংশে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

ইত্তেফাক/এসএস