শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশে খেলতে এসে কপাল পুড়েছে ইংলিশ ক্রিকেটারের

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২০:১৬

সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় পেশির ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাকস। ঐ ইনজুরিতে কপাল পুড়েছে জ্যাকসের। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে পড়েছেন জ্যাকস।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়ার পরই দেশে ফিরে যান জ্যাকস। দেশে ফিরে চলতি সপ্তাহে স্ক্যান করেন তিনি। স্ক্যান রিপোর্টে চিকিৎসকের পরামর্শে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন জ্যাকস। গত ডিসেম্বরে হওয়া আইপিএলের ১৬তম আসরের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে জ্যাকসকে দলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছিল তাকে। 

জ্যাকস ছিটকে যাওয়ায় বদলি হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে নিয়ে আলোচনা করছে ব্যাঙ্গালুরু। আইপিএলের গত নিলামে অবিক্রিত ছিলেন ব্রেসওয়েল। নিলামে ব্রেসওয়েলের ভিত্তিমূল্য ছিলো ১ কোটি রুপি। বাংলাদেশ সফরেই ওয়ানডে অভিষেক হয় জ্যাকসের। দুই ওয়ানডেতে ব্যাট হাতে ২৭ রান ও ১ উইকেট নেন ২৪ বছর বয়সী জ্যাকস।

ইত্তেফাক/জেডএইচ