রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় মোট ৫ জন মারা গেলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার ((১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত জহুর আলীর (৫২) শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ৫ মার্চ রাজধানীর সায়েন্সল্যাবে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয় ও আহত হয় অর্ধশতাধিক মানুষ।