মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলো ক্রিকেটাররা

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৫:৫২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। শুক্রবার (১৭ মার্চ) কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ দল। অনুশীলনের সময় মাঠের এক প্রান্তে কেক কাটেন ক্রিকেটাররা। এসময় ক্রিকেটারদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও। 

কেক কাটেন দলের সবচেয়ে নবীন সদস্য তৌহিদ হৃদয়। কেক কাটার পর সবাইকে খাইয়ে দেন তিনি। শনিবার (১৮ মার্চ) প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

ইত্তেফাক/জেডএইচ