মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে শুক্রবার (১৭ মার্চ) শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানান ক্রিকেটাররা।
বঙ্গবন্ধুর ছবি দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।’
ফেসবুকে এক পোস্টে সাকিব লিখেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের শুভেচ্ছা। আমাদের দেশের স্বাধীনতা ও অগ্রগতিতে আপনার অবদান কখনো ভোলার নয়।’
দলের সেরা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের শুভেচ্ছা- আপনার দূরদৃষ্টি, সাহসিকতা এবং বাঙালি জনগণের প্রতি অটুট অঙ্গীকার আমাদের আজও অনুপ্রাণিত করে চলেছে।’
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মদিনকে সরকারীভাবে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালিত হচ্ছে।