শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউক্রেন-রাশিয়াকে 'যত দ্রুত সম্ভব' শান্তি আলোচনা শুরুর আহ্বান চীনের

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:২৫

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং কিয়েভ ও মস্কোকে 'যত দ্রুত সম্ভব' শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) তিনি জানিয়েছেন, বেইজিং আশঙ্কা করছে সংঘাত আরও বাড়তে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাকে জানান, বেইজিং আশা করে, সমস্ত পক্ষ শান্ত থাকবে এবং সংযম অনুশীলন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা পুনরায় শুরু করে একটি রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসবে। চীন আশা করে, ইউক্রেন ও রাশিয়া আলোচনা ও পুনর্মিলনের আশা বজায় রাখবে।

ইত্তেফাক/ডিএস