রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিষাক্ত পাউডার ব্যবহার করে সাবেক প্রেমিকাকে হত্যা

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২০:৩৬

বিষাক্ত পাউডার ব্যবহার করে সাবেক প্রেমিকাকে খুন করলো প্রেমিক। এরপর কলম্বিয়ার ওই ব্যক্তিও মারা যান। একটি শপিং মলে এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ৭ জন। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, লুইস কার্লোস আগুয়েরে সেই ব্যক্তির নাম যে তার সাবেক প্রেমিকের গায়ে বিষাক্ত পাউডার নিক্ষেপ করেছিল। তার বয়স ৬৭ বছর। ওই ব্যক্তির সাবেক প্রেমিকার নাম মেরিওরি মুনোজ। তার বয়স ৪০ বছর।

স্থানীয় নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি মারিয়ানো আতেহোর্তুয়া জানান, লুইস গত বুধবার (১৫ মার্চ) কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে একটি শপিং মলে মুনোজকে বিষাক্ত পাউডার প্রয়োগ করেন। সেখানে একটি বিউটি পার্লারে কাজ করতেন মুনোজ। 

আগুয়েরের সঙ্গে দেখা করতে মুনোজ তার কর্মস্থল ত্যাগ করেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে তিনি আবার ফিরে যান। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মুনোজকে বিষাক্ত পাউডার দেওয়ার পর, লুইস নিজেই শ্বাসকষ্টে ভুগেছিলেন এবং পরে মারা যান। বিষাক্ত পাউডারের কারণে একজন দমকল বিভাগের কর্মকর্তা, দুই পুলিশ সদস্য, দুই হাসপাতালের কর্মী এবং শপিংমলের আরও দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। 

তাদের বমি বমি ভাব এবং মাথাব্যথার উপসর্গও দেখা দেয়। কলম্বিয়ায় নারী হত্যা দিন দিন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এই দেশে পাঁচ কোটি মানুষের বসবাস। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর নারী হত্যার প্রায় শতাধিক মামলা রেকর্ড করা হয়েছে। একটি এনজিও যারা এই ধরনের হত্যাকাণ্ডের জরিপ করে, তারা জানিয়েছে, সংখ্যাটি ৬০০এরও বেশি।

ইত্তেফাক/ডিএস