বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দেড় ফিট উচ্চতার শাহীনের স্বপ্ন পূরণ করলেন তামিম

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:৩৫

১৮ ইঞ্চি উচ্চতার এক যুবক বরিশালের শাহীন ফকির। শারীরিক প্রতিবন্ধি হলে তা দমিয়ে রাখতে পারেনি শাহিনকে। নিজে ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী তিনি। পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীনের প্রিয় খেলোয়াড় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। 

শাহীনের স্বপ্ন ছিল প্রিয় ক্রিকেটার বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দেখা করা। শাহিনের সেই স্বপ্ন পূরণ করলেন তামিম। শুক্রবার (১৭ মার্চ) সিলেটে বাংলাদেশ দলের টিম হোটেল গ্রান্ড সিলেটে শাহীনের সঙ্গে দেখা করেন তামিম। সেই সময় শাহিনের সঙ্গে দেখা করেন মুশফিকুর রহিম।

শাহিনের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তামিম ও মুশফিক। তামিম নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দিয়েছেন শাহীনকে। তামিমকে জড়িয়ে ধরে শাহীন বলেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে পছন্দ করি। কিন্তু, আপনি আমার সবচেয়ে প্রিয়। এরপর সাকিব আল হাসান।’ এসময় আরও উপস্থিত ছিলেন শাহরিয়ার নাফিস, নাফীস ইকবাল, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন