বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা মেহেদী-ইবাদত

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৩:২৬

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার পেলেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেন। ২০২২ সালে সেরা ব্যাটিং ইনিংসের জন্য মেহেদী হাসান মিরাজ ও টেস্ট বোলিং এর জন্য এবাদত এই পুরস্কার জিতেছেন।

২০২২ সালে বেশ কিছু সাফল্য ধরা দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেটের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের হারিয়ে সিরিজ জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় ।

ভারতের বিপক্ষে মিরপুরে রুদ্ধশ্বাস ওয়ানডে ম্যাচে আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচের ইনিংসটির জন্য তিনি জিতে নিয়েছেন বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের পুরস্কার।

অন্যদিকে মাউন্ট মুঙ্গানুই টেস্টে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন পেসার এবাদত হোসেন। এজন্য ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছেন এবাদত হোসেন।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন