আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শনিবার (১৮ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর পাওয়ার প্লের আগে লিটনেরও উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের পর ফর্মে থাকা শান্তরও উইকেট হারায় বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দিয়েও শুরতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৫ রানে সাজঘরে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। ৯ বলে ৩ রান করে মার্ক অ্যাডায়ার বলে স্লিপে দাঁড়িয়ে থাকা পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম।
তামিমের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার লিটন দাস। তবে ইনিংসের দশম ওভারে দলীয় ৪৯ রানে ৩১ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান লিটন। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান।
শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তবে দলীয় ৮১ রানে ৩৪ বলে ২৫ রান করে সাজঘরের পথ ধরেন শান্ত। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাকিব। শেষ খবর পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।