নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বে আগামীর বাংলাদেশের যুক্তিশীল প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘৭ম এনডিএফ বিডি নারী বিতর্ক বিতর্ক উৎসব’। বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর আয়োজনে বৃহস্পতিবার ( ১৬ মার্চ ) গভার্মেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স' অডিটোরিয়ামে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
বিতর্ক উৎসবে সারা দেশের প্রায় ১০০টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এর চেয়ারম্যান সাইফুল হক ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'গভার্মেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স'-এর অধ্যক্ষ প্রফেসর সোনিয়া বেগম।
তাসমিমা হোসেন বলেন, ‘নারীরা যত জানবে, তত এগিয়ে যাবে। বাংলাদেশের নারীরা কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পারলেও সিদ্ধান্ত গ্রহণের অবস্থানে সেভাবে যেতে পারেনি। নারীকে সিদ্ধান্ত গ্রহণ অবস্থানে যেতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই।’
অনুষ্ঠানে এটিএন নিউজ-এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহাকে ‘বিশেষ সম্মাননা’ পুরস্কার প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয় নারীর ক্ষমতায়নের ওপর সংসদীয় বিতর্ক। সংসদীয় বিতর্কের বিষয়ঃ ‘এই সংসদ নারীর ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে নারীর ক্ষমতায়নকে তরান্বিত করবে'।
মডারেটর হিসেবে ছিলেন দৈনিক সময়ের আলোর সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়ন দলের দল নেতা ও শ্রেষ্ঠ বক্তা হারুন উর রশীদ স্বপন।
সংসদীয় বিতর্কের পর শুরু হয় বিতর্কের কর্মশালা। ‘উপস্থাপনার সাতকাহন'-এর ওপর কর্মশালা পরিচালনা করেন এনডিএফ বিডি'র মহাপরিচালক ও রেক্টর এম আলমগীর। ‘নারী ক্যারিয়ার ও বিতর্ক’ এর ওপর কর্মশালা পরিচালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও চ্যাম্পিয়ন বিতর্কিক মো. শাইয়ান সাদিক।
বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই ও অনলাইন নিউজপোর্টাল সারাবাংলা ডট নেট।