ময়মনসিংহ নগরীর নিরালা রেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর ছোট বাজার এলাকার এ হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৫ মার্চ এক যুবক ওই তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে ওই গেস্ট হাউজে ওঠেন। শনিবার (১৮ মার্চ) সকালের দিকে তিনি রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। রুমে তালা দেওয়া দেখে গেস্ট হাউজ কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে খবর দিলে পুলিশ গিয়ে তালা ভেঙে বাথরুমের ভেতর থেকে তরুণীর লাশ উদ্ধার করে। লাশের গলায় আঘাতের চিহ্ণ ছিল।
কোতোয়ালী মডেল থানার ওসি ওসি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। তবে যে নাম-পরিচয় ও ঠিকানা ব্যবহার করে তারা রেষ্ট হাউজে উঠেছিল, তা যাচাই-বাছাঁই করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।