বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘ভবন ধসের ঝুঁকি নিয়ে একটি শহর টিকতে পারে না’    

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২১:০৭

‘ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। দুর্যোগের ঝুঁকি নিয়ে এ শহরে বাস করছে প্রায় দেড় কোটি মানুষ। নগরীর ৬৫ শতাংশ ভবন দুর্বল মাটির ওপর প্রতিষ্ঠিত। যা ভবনের নিরাপত্তা ঝুঁকির অন্যতম কারণ। এভাবে ভবন ধসের ঝুঁকি নিয়ে একটি শহর টিকতে পারে না। ভবন নিরাপত্তা নিশ্চিত না হলে মানুষের প্রাণহানি ও সম্পদ ক্ষতির ঝুঁকি বাড়বে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।’ শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার মাহমুদ এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

ড. আকতার মাহমুদ বলেন, ভবন নিরাপত্তার জন্য দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ যথাযথ দায়িত্ব পালন করছে না। রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারির ঘাটতি রয়েছে। এমনকি নকশা অনুমোদনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। ভবন নিরাপত্তা নিশ্চিত করতে হলে দায়িত্ব প্রাপ্ত সংস্থা ও ভবন মালিক সবাইকে সমন্বিত দায়িত্ব পালন করতে হবে। নিরাপদ ভবন নিশ্চিত করার জন্য মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের অনুশীলন নিশ্চিত করা জরুরি। 

‘মালিকদের উদাসীনতাই ভবন নিরাপত্তাহীনতার প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় শরিয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে ঢাকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, সাংবাদিক অনিমেষ কর, সাংবাদিক ফালগুনী রশীদ ও সাংবাদিক মাহমুদ হাসান।

ইত্তেফাক/এএএম