শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৫ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২১:০৯

রাজশাহীর কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামানের বিরুদ্ধে ৫ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার মাসিক সভায় ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর না করায় এই হুমকি দেওয়া হয় বলে রাজশাহীর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ বলা হয়, মোহনপুর উপজেলার কেশরহাট পৌর মেয়র মো. শহিদুজ্জামান শহিদ প্রথম থেকে মাসিক সভায় ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর নেন। কারণ জানতে চাইলে মেয়র বলেন, এটাই তার নিয়ম। পরবর্তীতে ফেব্রুয়ারি ও মার্চ মাসের মাসিক সভায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে মেয়র শহিদুজ্জামান শহিদ ৫ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি দেন। এর আগে ওই ৫ কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

এছাড়াও পৌরসভার একরামুল হক নামের এক কাউন্সিলর বাদী হয়ে মেয়র শহিদুজ্জামান শহিদের বিরুদ্ধে ১৭ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করেছেন।

কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ বলেন, ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার বিষয়টি সঠিক নয়। ওই ৫ কাউন্সিলর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে হয়রানি করছে।

ইত্তেফাক/এবি/পিও