শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কর্মীদের ঘুম দিবসের ছুটি দিলো যে প্রতিষ্ঠান

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১১:০০

গত ১৭ মার্চ ছিল বিশ্ব ঘুম দিবস। আন্তর্জাতিক ঘুম দিবস উপলক্ষে কর্মীদের ঐচ্ছিক ছুটি দিয়েছে ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির মতে, এর মাধ্যমে তাদের কর্মীরা যথাযথ বিশ্রাম নিতে পারবেন। সুস্থ থাকার উপায়গুলো অনুশীলন করতে পারবে।

প্রতিষ্ঠানটির নাম ওয়েকফিট সল্যুশনস। এটি মূলত ঘুমানোর বিভিন্ন উপকরণ (ম্যাট্রেস, বালিশ ইত্যাদি) বিক্রির একটি প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময় ঘর সাজানোর উপকরণ বিক্রি করে জনপ্রিয়তা পেয়েছে ওয়েকফিট।

শনিবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বেঙ্গালুরু-ভিত্তিক ওয়েকফিট নামের স্টার্ট-আপ কোম্পানির পক্ষ থেকে একটি ইমেল করে জানানো হয়, 'আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে ওয়েকফিট তার সব কর্মীদের নিয়ে শুক্রবার (১৭ মার্চ) আন্তর্জাতিক ঘুম দিবস উদযাপন করবে।

এছাড়াও প্রতিষ্ঠানটি লিংকডইনে একটি পোস্ট দিয়েছে। পরে সেই পোস্টের স্ক্রিনশট প্রতিষ্ঠানের সব কর্মীকে মেইল করে দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, বিশ্ব ঘুম দিবস উপলক্ষে বিশ্রাম নেওয়ার জন্য ১৭ মার্চ সব কর্মীকে এক দিনের ঐচ্ছিক ছুটি দেওয়া হয়েছে। দীর্ঘ সপ্তাহ শেষে তাঁদের বিশ্রাম নেওয়া প্রয়োজন। আজ সব কর্মী বিশ্রাম নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন।

শুধু তাই নয় গত বছরের মে মাসে, ‘রাইট টু ন্যাপ নীতি’ ১৭ মার্চ ঘোষণা করে ওই কোম্পানি। এ নীতিতে কর্মীরা তাদের কাজের সময় ৩০ মিনিট ঘুমানোর সময় পাবে।

ওয়েকফিটের প্রধান চৈতন্য রামালিঙ্গগৌড়া জানান, তাদের সংস্থা কর্মীদের ঘুমের জন্যে দুপুর ২টা থেকে আড়াইটা নির্ধারণ করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন