শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সাকিব-নাসুমদের নিয়ে গর্বিত হেরাথ

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৯:২৬

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান ও স্পিনার নাসুম আহমেদ। ৮ ওভার বোলিং করে তিন আইরিশ ব্যাটারকে সাজঘরে পাঠান নাসুম আহমেদ। আর ৪ ওভার বোলিং করে সাকিব নেন ১টি উইকেট। স্পিনারদের এমন পারফরম্যান্সে বেশ খুশি বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

নাসুম আহমেদ

দ্বিতীয় ওয়ানডের আগে রোববার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এসে শিষ্যদের এমন পারফরম্যান্স সম্পর্কে হেরাথ বলেন, ‘অবশ্যই আমি খুশি ও গর্বিত। স্পিনারদের জন্য এটাই তো চ্যালেঞ্জ, তাই না? আমরা কিভাবে সব ধরনের কন্ডিশনে ভালো বোলিং করব, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমি খুশি ওরা যেভাবে মানিয়ে নিয়েছে, কন্ডিশন বুঝে বোলিং করেছে।’

সাকিব আল হাসান

আলাদা করে সাকিবের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সাকিব সবসময়ই তার সেরাটা দিয়ে আসছে। সে নিজেকে প্রমাণ করেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে। এখন সেই রেকর্ডটা সে ধরেও রাখছে। তাকে নিয়ে আমি খুশিই।’

ইত্তেফাক/জেডএইচ