মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মাইলফলক থেকে ৫৫ রান দূরে মুশফিক 

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৯:৫৯

ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলকের দ্বারপ্রান্তে আছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এজন্য ৫৫ রানের দরকার মুশফিকের। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 

মুশফিকুর রহিম।

এ ম্যাচে ৫৫ রান করলেই বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। ২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। দেশের হয়ে এখন পর্যন্ত ২৪৩ ম্যাচের ২২৮ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরি ৬৯৪৫ রান করেছেন মুশফিক। তার ব্যাটিং গড় ৩৬ দশমিক ৩৬। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৩টি করে চার-ছক্কায় ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন মুশফিক।

মুশফিকের আগে বাংলাদেশের হয়ে সাত হাজার রান করেছেন এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের জার্সি গায়ে সবার আগে ওয়ানডেতে সাত হাজার রান করেন তামিম। ২৩৫ ম্যাচের ২৩৩ ইনিংসে ৮১৪৬ রান আছে তামিমের। ২২৮ ম্যাচের ২১৬ ইনিংসে ৭০৬৯ রান করেছেন সাকিব।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন