কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মি কায়দায় দুই বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিকালে ২ ছিনতাইকারীকে আটক করে তাদের কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ বলেন, মোটরসাইকেলে করে তারা বিকাশের ১৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। লক্ষিমোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে যান। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনের দু’জন নেমে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন, ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।