বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিজয় অডিটোরিয়ামে ‘অ্যাডভেন্ট এইচআর ২.০’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ মার্চ) বিইউপির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্টাডিজের অধীনে পরিচালিত হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাব কর্তৃক আয়োজন করা হয়।
এতে ৩০ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ৫টি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিইউপি থেকে ‘Team Sirius’ চ্যাম্পিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘Team Scrutinizer’ প্রথম রানা আপ এবং আইইউটি থেকে ‘Team Lame Stream’ দ্বিতীয় রানা আপ হওয়ার গৌরব অর্জন করেন।
বিইউপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল।