রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জন্মদিনে মাইলফলক স্পর্শের পর রান আউট তামিম

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৫:৫৬

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের জন্মদিন আজ। আর তার জন্মদিনের দিনেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এমন ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।

ওপেনিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম। জন্মদিনে ব্যাট হাতে ৩১ বলে ২৩ রান করেন তিনি। এই ২৩ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। সেইসঙ্গে ক্রিকেট ইতিহাসে ৪০তম ক্রিকেটার হিসেবে এই কৃতি গড়েন তামিম।

তবে ২৩ রান করার পর দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন তামিম। পাওয়ার প্লের শেষ বলে শর্ট ফাইন লেগে ঠেলে একটি রান নিতে গেলে ফিল্ডার মার্ক অ্যাডায়ার সরাসরি থ্রো করে স্ট্যাম্প ভেঙ্গে দিলে সাজঘরে ফিরে যান তামিম।  

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন