বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করলেন লিটন দাস। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭০ রানের ইনিংস খেলার পথে ২ হাজার রান ক্লাবে প্রবেশ করেন লিটন।
দ্বিতীয় ওয়ানডে খেলতে নামার আগে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৫৫ রান প্রয়োজন ছিলো লিটনের। ৬৫ ম্যাচে ৬৫ ইনিংসে লিটনের রান এখন ২০১৫। সেইসঙ্গে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের রেকর্ডের মালিক হন লিটন। শাহরিয়ার নাফিসের সঙ্গে যৌথভাবে এখন এই রেকর্ডের মালিক লিটন। শাহরিয়ার নাফিসও ৬৫ ইনিংসে ২ হাজার মাইলফলক স্পর্শ করেছিলেন।
লিটনের আগে বাংলাদেশের হয়ে ২ হাজার রান করেছেন যথাক্রমে- তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস ও হাবিবুল বাশার।