শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাশিয়ানরা পুতিনকে সমর্থন করবে: শি 

আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১:১৪

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার রাশিয়ায় পৌঁছেছেন। ক্রেমলিনে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি পুতিনকে বলেন, তিনি (শি) ‘নিশ্চিত’ আগামী বছরে নির্ধারিত রুশ প্রেসিডেন্ট নির্বাচনের আগে পুতিন রাশিয়ানদের সমর্থন পাবেন। খবর আল-জাজিরা। 

শি দোভাষীর মাধ্যমে পুতিনকে বলেন, ‘আমি জানি যে আগামী বছর আপনার দেশে আরেকটি প্রেসিডেন্ট নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘আপনার(পুতিনের) শক্তিশালী নেতৃত্বের জন্য ধন্যবাদ। রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে দেশের সমৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আমি নিশ্চিত যে রাশিয়ান জনগণ আপনার ভালো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করবে।’

শি পুতিনকে তার ‘প্রিয় বন্ধু’ বলেও সম্বোধন করেন। 

চীনের প্রেসিডেন্ট পুতিনকে চীনের প্রতি তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন  মস্কোর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত।

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন