শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

উদ্বোধনের ৬ বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যাণ কেন্দ্র

আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১:১২

বরিশালের বানারীপাড়ায় উদ্বোধনের ৬ বছরেও চালু হয়নি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ ২০১৭ সালের ১৮ মে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের ৬ বছরেও এ হাসপাতালে জনবল নিয়োগসহ কোনো কার্যক্রম শুরু করা হয়নি।
 
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে বানারীপাড়ায় লবনসাড়া এলাকায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছিলো। হাসপাতালটি চালু করার জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবেন।

বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন বলেন, চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে চালু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এবি/পিও