যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাইকমিশনের পর এবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলা চালিয়েছে খালিস্তানপন্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যায়, সমর্থকরা দরজা ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করছেন।তারা বিল্ডিংয়ের বাইরের দেয়ালে "ফ্রি অমৃতপাল" লিখে একটি বিশাল গ্রাফিতিও আঁকা হয়েছে। খবর এনডিটিভি।
ভারতে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলনের সমর্থক একজন নেতাকে আটক করার জন্য পাঞ্জাব-সহ সারা দেশ জুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির সরকার।
খালিস্তানি চরমপন্থীরা রবিবার লন্ডনে ভারতীয় হাইকমিশন ভাংচুরের পর অন্তত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যে তার সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর ৭৮ সদস্যকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও কয়েকজনকে।
এছাড়া ক্যানবেরায়, অস্ট্রেলিয়ার সংসদের বাইরে অমৃতপাল সিং এর সমর্থকরা জড়ো হোন।
এর আগে গতকাল, খালিস্তান সমর্থকরা লন্ডনে ভারতীয় হাইকমিশনে বিক্ষোভ করে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগানের মধ্যেই একজন বিক্ষোভকারী প্রায় বিনা বাধাতেই দূতাবাসের মূল প্রবেশপথে টাঙিয়ে রাখা জাতীয় পতাকার রড বেয়ে উঠে যান এবং তেরঙ্গা পতাকাটি টেনে নামিয়ে আনেন।