সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৫:৫২

অপহরণের আটদিন পরও পুলিশ উদ্ধার করতে পারেনি ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রীকে। এ ঘটনায় গত ১৬ মার্চ অপহৃত ওই স্কুলছাত্রীর বাবা মহেশপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে মেয়েকে ফিরে পেতে মহেশপুর প্রেসক্লাবে এসে আকুতি জানান তারা। 

অপহৃত স্কুলছাত্রীর বাবা ও মায়ের অভিযোগ, সে ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পার্শ্ববর্তী বেড়ের মাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়সহ চারজন মিলে মেয়েটিকে অপহরণ করে। মেয়েকে ফিরে পেতে বিভিন্ন জায়গায় সহযোগিতা চাওয়ায় আসামিপক্ষের লোকজন তাদেরকে নানা ধরনের হুমকি দিচ্ছে। তারা মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মহেশপুর থানার এসআই সাইদুর রহমান জানান, তারা জোর তৎপরতা চালাচ্ছে। এখনো স্কুলছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। আসামিরা পলাতক রয়েছে।

ইত্তেফাক/আরএজে