বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জাতীয় সংসদের ৫০ বছর: বিশেষ অধিবেশন ৬ এপ্রিল

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:১৬

বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ৬ এপ্রিল সকাল ১১টায় বিশেষ অধিবেশন (চলতি সংসদের ২২তম অধিবেশন) অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ ভবন। ছবি: এম. এ. এম. ইব্রাহীম

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়— গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ১৪২১ বঙ্গাব্দের ২৩ চৈত্র মোতাবেক ২০২৩ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল রোজবৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন (২০২৩ খ্রিস্টাব্দের দ্বিতীয় এবং জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে বিশেষ অধিবেশন) আহ্বান করছি।

উল্লেখ্য, চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়।

ইত্তেফাক/এমএএম