শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা: এমপির বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০:৪৭

পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলা ও কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

একইদিন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজের অনুসারীরা জামায়াত-বিএনপির সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে শান্তি মিছিলের কর্মসূচি ঘোষণা করলেও পরবর্তীতে প্রত্যাহার করেন।

স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজকে দায়ী করে সমাবেশে বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলার ঘটনা পরিকল্পিত। এমপি ফিরোজের নির্দেশে তার দুই ভাতিজা মনির হোসেন মোল্লা ও আলকাচ মোল্লার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী মোতালেব হাওলাদারের ওপর অতর্কিত হামলায় পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। এ সময় আ স ম ফিরোজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, বাউফল সদর ইউপি চেয়ারম্যান জাহিুদুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল কামাল ওরফে পল্টুসহ অনেকে।

এর আগে গত শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘিরে উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। এসময় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের অনুসারীরা।

ইত্তেফাক/এবি/পিও