মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুবাইতে নজরদারিতে আরাভ খান, যে কোনো সময় গ্রেফতার

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:২২

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ ওরফে সাগর মোল্লা দুবাইয়ে নজরদারিতে রয়েছেন। তিনি দুবাই থেকে পালাতে পারবেন না। যে কোনো সময় তাকে গ্রেফতার করা করা হতে পারে বলে দুবাই পুলিশ বাংলাদেশ কনস্যুলেটকে জানিয়েছে। এছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খান এখনো সেখানে আটক হননি। তাকে দুবাই পুলিশ নজরদারিতে রেখেছে।

এদিকে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে। দুবাই পুলিশ এটি নিয়ে কাজ করছে। তাকে গ্রেফতারের পরপরই দুবাই পুলিশ বাংলাদেশ পুলিশকে জানাবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইন্টারপোল বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া দিয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে। তাকে দুবাই পুলিশের সহযোগিতায় নজরদারিতে রাখা হয়েছে। তার গতিবিধি লক্ষ্য করছে। বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সমন্বয় করছেন। আরাভ দুবাই থেকে পালাতে পারবেন না বলে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত সপ্তাহে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করার পর ব্যাপক আলোচনা আসেন আরাভ খান। ঐ অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন আরাভ খান। সেই তাকে পুলিশ সদস্য হত্যা মামলার আসামি বলে শনাক্ত করে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

গোয়েন্দা পুলিশের তথ্যমতে, আরাভ জুয়েলার্স নামের ঐ প্রতিষ্ঠানের মালিক আরাভ খানের আসল নাম রবিউল ইসলাম। বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার বাড়ি। তিনি সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপন—এ রকম কয়েকটি নামেও পরিচিত। ২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশের পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন রবিউল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, ঐ খুনের ঘটনার পরে অন্য আসামিদের সঙ্গে আরাভকে আটক করেছিল ডিবি পুলিশ। ডিবি পুলিশ কার্যালয়ে দুদিন রাখার পর তাকে পুলিশের এক উচ্চপদস্থ কর্তার অনুরোধে ছেড়ে দেওয়া হয়।

 

ইত্তেফাক/ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন