এক সময় পুরো স্পিন নির্ভর দল ছিল বাংলাদেশ। ঘরের মাটিতে বাংলাদেশ যেই সিরিজগুলো জিতেছে তার মূল কারিগর ছিল স্পিনাররা। তবে সম্প্রতি বাংলাদেশ দলের ভরসার আরেক নাম পেস বোলিং ইউনিট। নিয়মিত বাংলাদেশকে সাফল্য এনে দিচ্ছে পেসাররা। যার প্রমাণ সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে নতুন রেকর্ড গড়েছে পেসাররা। প্রথমে ব্যাট করে ২৮ ওভার ১ বলে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় আইরিশরা। আর আয়াল্যান্ডের সব ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছে পেসাররা।
তিন টাইগার পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত মিলে তুলে নিয়ে প্রতিপক্ষের সবগুলো উইকেট। হাসান মাহমুদ ৫টি, তাসকিন ৩টি ও এবাদত নেন ২টি উইকেট। সেইসঙ্গে নতুন রেকর্ড গড়ে পেসাররা। এই প্রথম প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছে টাইগার পেসাররা। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল ৮টি।
পেসারদের এমন ইতিহাস গড়ার দিনে বাংলাদেশ লক্ষ্য পায় মাত্র ১০২। যা ২২১ বল হাতে রেখে ১০ উইকেটে জিতে সিরিজ নিজদের করে নেয় বাংলাদেশ।