মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাকেরগঞ্জে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন 

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:০৬

বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উত্তর কাজলা কাঠী ইস্কন মন্দির এলাকায় এ উদ্বোধন করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল ফরহাদ সিকদার ও জাসদ নেতা মহসিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার, দাড়িয়ালের ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার, দুধাল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোর্শেদ খান উজ্জ্বল, ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা বাবু সত্য কৃষ্ণ পিপলাইসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেঅ তারই ধারাবাহিকতায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও একটি বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন হল।

ইত্তেফাক/পিও